বীণা সম্মান ২০২৪ উত্তর কলকাতার সেরা পূজো

বীণা সম্মান ২০২৪ উত্তর কলকাতার সেরা পূজো

নিউজ ডেস্ক : ন্যাশনাল ইয়ং সোসাইটির সরস্বতী পূজো এবছর ৫৭ তম বর্ষে পদার্পণ করল | এই কমিটির চেয়ারম্যান রাজেশ শুক্লা ও ভাইস চেয়ারম্যান নিশা শুক্লার উদ্যোগে আয়োজিত এই পুজোয় মন্ডপ থেকে সামাজিক দায়বদ্ধতায় বহু মানুষকে কম্বল , শাড়ি ব্যাগ ,ইত্যাদি বিতরণ করা হয় | ১৪ ই ফেব্রুয়ারি সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হওয়া এই পূজোর মন্ডপ পরিদর্শনে আসেন অভিনেত্রী মৌবনী সরকারের সাথে বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদদের দেখা দেখা গেল যাদের মধ্যে উপস্থিত ছিলেন সবরমল আগরওয়াল , শচীন ত্রিপাঠী , বাগেশ মিশ্রা, সন্দীপ সিং , পাবন শর্মা , দারা সিং , লেলিত আগরওয়াল , শ্যাম টাক , সৌরভ দাস , সনু সিং সহ অন্যান্যরা | বিচারকদের বিচারে তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত বীণা সম্মান 2024 এ এই পূজো উত্তর কলকাতার সেরা পূজো সম্মানে ভূষিত হল |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )