বীণা সম্মানে সেরা প্রতিমা হাওড়ার পাত্র বাড়ির পূজো

বীণা সম্মানে সেরা প্রতিমা হাওড়ার পাত্র বাড়ির পূজো

দেবশ্রী মুখার্জী : তৃতীয় নয়ন পত্রিকা আয়েজিত ‘বীণা সম্মানে ‘ হাওড়ার পাত্র বাড়ির পূজো সেরা প্রতিমা সম্মানে ভূষিত হল | সাবেকিয়ানায় পরিপূর্ণ হাওড়ার পাত্র বাড়ির সরস্বতী পূজো এ বছর রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল |১৪ ই ফেব্রুয়ারী সরস্বতী পূজো | ১১ই ফেব্রুয়ারি হয় এই পূজোর শুভ উদ্বোধন | পাত্র পরিবারের সদস্য অরিন্দম পাত্রের উদ্যোগে আয়োজিত এই পুজোর শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্জ্বলন ও হাওড়ার শ্রী রামকৃষ্ণ সংঘ আবাসিক ছাত্রদের হাতে স্কুলের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে | এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অরিন্দম পাত্র ছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্ণবী পাত্র , তানিশা পাত্র , এছাড়াও কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় , বিশিষ্ট সেতার বাদক অভিরূপ ঘোষ ও কবি অংশুমান চক্রবর্ত্তী | পাত্র বাড়ির অ্যালুমিনিয়াম ও সিলভার প্লেটেড সরস্বতী প্রতিমা নির্মাণ করেন পদ্মশ্রী ভাস্কর শিল্পী সনাতন রুদ্র পাল |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )