বিশ্বব্যাপী কবিতা প্রতিযোগীতায় জয়ী বঙ্গকন্যা প্রিয়াঙ্কা

বিশ্বব্যাপী কবিতা প্রতিযোগীতায় জয়ী বঙ্গকন্যা প্রিয়াঙ্কা

দেবশ্রী মুখার্জী : আবারো বিদেশের মাটিতে বাংলার মেয়ের জয় ৷ লেখিকা প্রিয়াঙ্কা ব্যানার্জী পেশায় অধ্যাপিকা হলেও সাহিত্য চর্চা করেন নিয়মিত ৷ সম্প্রতি বর্তমানে মোটিভেশনাল স্টিপস্ ফোরাম এর কর্ণধার সিজু . এইচ. পালি তাইজ এর বিশেষ উদ্যোগে আয়োজিত বিশ্বব্যাপী কবিতা প্রতিযোগীতা বি.এ. স্টার কনটেস্ট 2023 অনুষ্ঠিত হল |

এই প্রতিযোগীতায় ১০১ টি দেশ থেকে কবি ও লেখকরা অংশ গ্রহন করে ৷ এই প্রতিযোগীতায় ইন্ডিয়া থেকে বাংলার মেয়ে প্রিয়াঙ্কা ব্যানার্জী প্রথম স্থান অধিকার করেন ও দ্বিতীয় স্থান অধিকার করেন ইপসিতা গাঙ্গুলী ৷ এই প্রতিযোগীতার সম্মান প্রদান অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় ওমান মাসকাটের পাঁচ তারা হোটেল বেস্ট ওয়েস্টার্ণে ৷ এই অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার হোটেল , স্পিডি কার এন্টার প্রাইজেস , আকবর ট্রাভেলস ৷ এমনটাই জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজয়ী প্রিয়াঙ্কা ৷ এর সাথে তিনি ধন্যবাদ জানালেন আবদুল সামাদ , শক্তি প্রসাদ জী , অজয় ঋষি , ও সমগ্র পরিচালনায় থাকা সিজু এইচ পালি তাইজ এর সাথে সুত ইউনাইটেড ডেভলপমেন্ট এল এল সির এমডি শেখ শাহিদ কে ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )