বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল দক্ষিণ দমদমে

বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল দক্ষিণ দমদমে

সন্দীপন মান্না : রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণের পর্ব | আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের ভোট গ্রহণের দিন ১ লা জুন | আর তারই প্রাক্কালে চলছে জোর কদমে প্রার্থীদের প্রচার | ১৯ শে মে বিধায়ক সুজিত বোসের নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সূচয়িতা দাসের নেতৃত্বে এই ওয়ার্ড ঘুরে চলল আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে তৃণমূল সমর্থকদের পদযাত্রায় প্রার্থীর সমর্থনে প্রচার যা শুরু হয় ওয়ার্ডের কালিন্দী ক্ষুদিরাম স্ট্যাচুর মোড় থেকে এরপর সারা ওয়ার্ড ঘুরে শেষ হয় তেতুলতলা মোড়ে |

এদিন প্রচার থেকে এলাকাবাসীর উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত শক্ত করতে তৃনমূলের প্রার্থী ডঃ কাকলি ঘোষ দস্তিদার কে ভোটদানের আবেদনে স্লোগান দেওয়া হয় | প্রচারে পদব্রজে কাউন্সিলর সূচয়িতা দাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ত্রিনাথ দাস সহ অন্যান্য তৃণমূল সদস্য, সমর্থক ও কর্মীবৃন্দরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )