বাংলা বাণিজ্য মেলা ১৪৩০

বাংলা বাণিজ্য মেলা ১৪৩০

দেবশ্রী মুখার্জী : কলকাতার বাগুইহাটি জ্যাংরা আরতি প্যালেসে ৩০ শে সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর পর্যন্ত বাংলা পক্ষ উত্তর ২৪ পরগনা জেলার সদস্য ও এর সম্পাদক পিন্টু রায়ের তত্ত্বাবধানে আয়োজিত হল তিন দিন ব্যাপী বাংলাপক্ষ তৃতীয় তম ‘ব্যানিজ্য মেলা ১৪৩০’ |

এই মেলায় বাঙালী ব্যবসায়ীদের দেওয়া স্টলে বাংলার তাঁত শিল্পের নিদর্শনে তাঁতের শাড়ি , হান্ডলুম শাড়ি , হ্যান্ডমেড চকলেট , ব্যাগ , জুয়েলারী ইত্যাদি অনেক কিছুই দেখতে পোওয়া গেল এক ছাদের নীচে। মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় , রঞ্জন সাহা , দেবাশিষ ব্যানার্জী , শান্তনু সরকার, আইনজীবী দিব্যায়ন বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )