
বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে ধর্না মঞ্চের সপ্তম দিন
দেবশ্রী মুখার্জী: কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা ও ১০০ দিনের কাজের টাকা বা আবাস যোজনা ইত্যাদি বিবিধ প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যকে দিচ্ছে না এমনটাই দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ রা ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডে অবস্থান বিক্ষোভের ডাক দেন | সপ্তম দিন ৮ ই ফেব্রুয়ারি রাজ্য তৃণমূলের sc / ST/ obc ও সংখ্যালঘু শাখার সকল নেতৃত্ব , সদস্য ও সমর্থকরা কলকাতার রেড রোডের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে কেন্দ্রিয় সরকারের জণবিরোধী নীতি ও রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা না মেটানোর দাবিতে বিক্ষোভ জানায় | বহু তৃণমূল সমর্থক দের সাথে উত্তরপড়া শহর তৃণমূল কংগ্রেস Sc | st | ob C সেলের সভাপতি খোকন মন্ডল উত্তরপাড়া থেকে রেড রোডের অবস্থান বিক্ষোভে যোগ দেন | এদিন মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ সুব্রত বকসী , রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম , রাজ্য মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট নিজামুদ্দিন সমস্ , রাজ্য ob c / Sc সেলের প্রেসিডেন্ট তাপস মন্ডল , মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মুশারফ হোসেন , সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা | এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান , পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্ত্তী , অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি , MMIC দেবাশিষ কুমার , মাইনরিটি সেলের অরগানাইজেশন সেক্রেটারী ইন্থামূল হক , মুসতাফিজ হাসমি , সবির আলি সহ অন্যান্যরা |

