বর্ণাঢ্য শোভাযাত্রায় কোঠারি পার্কের গনেশ পূজোর বিসর্জন

বর্ণাঢ্য শোভাযাত্রায় কোঠারি পার্কের গনেশ পূজোর বিসর্জন

দেবশ্রী মুখার্জী : কলকাতার বড়বাজর কোঠারি পার্কের শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক ভক্ত মন্ডলীর ২৩ তম বর্ষের গনেশ পূজো এবার জয়পুরের মোতি ডুংরী গনেশ মন্দিরের আদলে সুসজ্জিত হয়েছিল ৷ চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুসম্পন্ন হল এই পূজো ৷ ২১ শে সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকের বাদ্যির সাথে সংস্থার সদস্য ও ভক্ত বৃন্দের ঢলে কোঠারি পার্ক থেকে আহিরি টোলা ঘাট পর্যন্ত চলল গনপতি বাপ্পার বিসর্জন শোভা যাত্রা ৷

এদিন সংস্থা থেকে বিসর্জন যাত্রায় উপস্থিত ছিলেন পূজোর আয়োজক সংস্থার সংস্থাপক জনার্দন আগরওয়াল , চেয়ারম্যান সুশীল কোঠারী , সেক্রেটারী অমিত ডাবরি ওয়াল , আশোক কুমার দ্বয়ার কানি সহ অন্যান্য সদস্যরা ৷ এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমাজসেবী সন্দীপ সিং , সৌরভ দাস , পবনশর্মা সহ বহু বিশিষ্ট জনেরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )