বনহুগলী যুবক সাংঘের শিক্ষক দিবস পালন

বনহুগলী যুবক সাংঘের শিক্ষক দিবস পালন

নিউজ ডেক্স : এক অভিনব সামাজিক কর্মসূচীর মধ্য দিয়ে বনহুগলী যুবক সংঘের পক্ষ থেকে পালিত হল শিক্ষক দিবস ৷ এই দিন বনহুগলী যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউতের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এলাকার ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ইউনিয়ন ব্যাংক একাউন্ট করে তাদের শিক্ষা লাভের সুবিধার্থে প্রত্যেককে 2000 টাকা করে স্কলার্শিপ দেওয়ার সামাজিক কর্মসূচী পালন করা হল আগামী দিনে তাদের শিক্ষলাভের পথ প্রশস্থ করার উদ্দেশ্যে যাতে তারা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে ৷ এই দিন আনুষ্ঠানিকভাবে প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে ব্যাংকের পাস বই তুলে দিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মধু মহারাজ , সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, কাউন্সিলর অঞ্জন পাল, বরানগর পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ন বোস, কাউন্সিলর ডালিয়া মুখার্জি, বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিষ পাহাড়ি, সাংবাদিক প্রসুন আচার্য সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )