
বড়বাজার চিনি পট্টির বিশ্বকর্মা পূজো
নিউজ ডেস্ক : যন্ত্র দেবতার আরাধনায় মেতেছে গোটা রাজ্য। ১৮ ই সেপ্টেম্বর বিশ্ব কর্মা পূজো ৷ কলকাতার বড়বাজারে চিনি পট্টিতে বিশ্বকর্মা দেবতার আরাধনায় মেতেছে এক প্রয়াস সংঘ নামে এক সামাজিক সংগঠন। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মে নিযুক্ত থেকে এক প্রয়াস সংঘ। করোনা কালেও ছোট আকারে পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা।আজ বিশ্বকর্মা পূজো উপলক্ষ্যে নারায়ণ সেবার আয়োজন করে পুজোর উদ্যোক্তারা। এই পুজোর প্রধান উদ্যোক্তা সংগঠনের সাধারণ সম্পাদক বদ্রি যাদব। এদিন পুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বকশী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী, তৃণমূল নেতা শচীন ত্রিপাঠি, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুশীল কোঠারী, সমাজসেবী সজ্জন শরাফ, ২২নং ওয়ার্ডের সভাপতি বরুণ মল্লিক, শশাঙ্ক দেরাসরী,বাগেশ মিশ্রা, সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সত্যানারায়ন ভূতরা,ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ সিংহ সহ অন্যান্যরা। এবছর ১৯তম বর্ষে পদার্পন করলো এই পুজো। এদিন প্রায় তিন হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বদ্রি যাদবের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।
