
বড়বাজারে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় হাসপাতালে রোগীদের সেবায়
দেবশ্রী মুখার্জী : ১৩ই ফেব্রুয়ারি বড়বাজারের দুটি হাসপাতাল শ্রী বিশুদ্ধনন্দ হাসপাতাল ও মারোয়াড়ি রিলিফ সোসাইটি তে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের উদ্যোগে ও কাউন্সিলার মহেশ শর্মার প্রচেষ্টায় সেখানকার রোগীদের সেবায় কম্বল প্রদান করা হল |

উক্ত এই সামাজিক কর্মসূচিতে প্রায় ২০০রও বেশি কম্বল হাসপাতালে রোগীদের সেবায় দেওয়া হল | এই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় , বিধায়ক বিবেক গুপ্তা , কাউন্সিলর মহেশ শর্মা , কাউন্সিলর রাজেশ সীনহা , ৪২ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অশোক ওঝা , স্বপন বর্মন , শচীন ত্রিপাঠী , বাগেশ মিশ্রা , বরুন মল্লিক , অনিলা খান ,রঘুনাথ আগরওয়াল , পবন শর্মা , সন্দীপ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা |

CATEGORIES রাজনীতি