ফুটবলের প্রথম ডিভিশনে পৌঁছল অ্যাডামাস

ফুটবলের প্রথম ডিভিশনে পৌঁছল অ্যাডামাস

নিউজ ডেস্ক : ক্যালকাটা ফুটবল লিগ ২০২৩-এর সেকেন্ড ডিভিশনের প্রতিযোগিতায় জয়ী হল অ্যাডামাস এসএ। টাউন ক্লাবের বিরুদ্ধে এই জয় লাভ করে বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল। আর এই ফলাফলে তারা কেবল সেকেন্ড ডিভিশন জয়ের খেতাবই পায়নি বরং পরবর্তী মরশুমে ফার্স্ট ডিভিশনেও নিজেদের জায়গা করে নিয়েছে।

৩০ পয়েন্ট পেয়ে জয়ী হওয়া অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের দক্ষতা, একাগ্রতা ও দলের প্রতি নিষ্ঠা ছিল চোখের পড়ার মতো।এই প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন স্বর্ণদীপ সাংমা। মোট ১২ গোল করে সেকেন্ড ডিভিশনে সর্বোচ্চ স্কোরের শিরোপা পান তিনি।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )