
প্রেসক্লাবে ন-পাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসবের থিম প্রকাশ
ম

দেবশ্রী মুখার্জী : ২৩ শে সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে ন পাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সতীন ঘোষ সংসদ এর পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তাদের এবারের ৭৪ তম বর্ষের দুর্গাপুজোর থিম প্রকাশ পেল ৷ তাদের এ বছরের ভাবনা সিকিমের নামচির চারধাম মন্দির |তাদের মুখ্য আকর্ষণ প্রতিবছরের ন্যায় এ বছরও জলের ওপর ভাসমান মন্ডপ ৷ বৈঠকে পুজো কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজোর মুখ্য সংগঠক কাউন্সিলার বিশ্বজিৎ বর্ধন, পূজো কমিটির যুগ্ম সম্পাদক সুনীল কুমার ,অসীম ঘোষ কোষাধক্ষ্য কুণ্ডল দে সহ অন্যান্যরা ৷এই মন্ডপ পুজোর দ্বিতীয় দিন উদ্বোধন হবে ৷

দ
CATEGORIES অন্যান্য