প্রেমের উৎযাপন – উৎযাপনের প্রেম

প্রেমের উৎযাপন – উৎযাপনের প্রেম

পিনাকী চৌধুরী : ‘কলকাতা’ এই নামটির সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে এক উন্মাদনা , তীব্র আবেগ ! বাংলার ঋতুচক্রে এখন আর বসন্তকাল সেভাবে অনুভূত হয় না ! তবুও এক। ঝলক দখিনা বাতাস যেন অনুরণন তোলে আমাদের মনে প্রাণে ! আর ঠিক তখনই যেন ভ্যালেন্টাইনস ডে’এর আগমনীবার্তা শুনতে পাই । বাস্তবে ‘ প্রেম ‘ এই ছোট্ট শব্দটি কিন্তু গভীর অর্থবহ ! তিথি নক্ষত্র ধরে কেউ প্রেমে পড়তে পারে না । প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে স্বাভাবিক নিয়মেই! তবে প্রেম হল একটি বিশেষ অনুভূতি , ভালোবাসার সেই মানুষটিকে কাছে পাওয়ার জন্য তীব্র আকুতি ! কিন্তু তাই বলে প্রেমের উৎযাপনের দিন ? হ্যাঁ , অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে ইদানিং কলকাতার আনাচে কানাচে অনেক প্রেম সংগঠিত হয়, যা কিনা শরীরসর্বস্ব ! আর ভ্যালেন্টাইনস উইক এ ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেন তিল ধারণের জায়গা থাকে না , বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’ তে ! প্রেমিক প্রেমিকারা সেখানে বসে মনের দু’টো কথা বলে, আরও স্পষ্ট ভাষায় বললে, রসের গল্প করে ! আপনি যদি সেখানে অবাঞ্ছিত ভাবে উপস্থিত হয়ে তাদের প্রশ্ন করেন ” কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন ? ” অথবা ” ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’এর তাৎপর্য কি ?” প্রেমিক প্রেমিকারা কেউ হয়তো মাথা চুলকে ‘ না জানি না’ বলে ঘাড় নাড়বে ! কিম্বা প্রশ্নটা সযত্নে এড়িয়ে যাবে ! তাহলে তারা কি জানে ? প্রেমিক প্রেমিকারা শুধুমাত্র জানে যে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে, মানে আন্তর্জাতিক লাইন মারবার দিন ! হ্যাঁ, একবিংশ শতাব্দীর চরম ব্যস্ততার যুগে এটাই বাস্তব, অন্ততপক্ষে প্রেমের জন্য ! পাঠক, নিশ্চয়ই মনে আছে আপনাদের, অতীতের সেইসব সাদা কালো দিনে গঙ্গার পাড়ে চিনে বাদাম খেতে খেতে সেই বিখ্যাত প্রেমের কথা ! হ্যাঁ, সেই প্রেমের হয়তো কোনও আতিশয্য ছিল না, কিন্তু সত্যিকারের ভালবাসা বিরাজ করতো ! আজও হয়তো গঙ্গার পাড়ে কোনও ব্যর্থ প্রেমিক ধূমপান রত অবস্থায় দীর্ঘশ্বাস ফেলেন ! ভ্যালেন্টাইনস উইক এ যেন শহর কলকাতার গ্রিটিংস কার্ড চকলেটের দোকানে উপচে পড়ে ভিড় ! মনের মানুষকে প্রেমের উপহার দেওয়ার জন্য এটাই তো আদর্শ সময় ! আর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’ এর দিন এক একটা গোলাপ ফুলের দাম থাকে আকাশ ছোঁয়া ! প্রেম অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে এবং অবশ্যই ভবিষ্যতেও স্বমহিমায় থাকবে ।

তবে প্রেম মানে শুধুই শরীর সর্বস্ব খেলা নয় , প্রেম হল একটি বিশেষ স্বর্গীয় অনুভুতি ! ইদানিং হাতে লেখা প্রেমপত্র প্রায় উঠেই গেছে ! অতীতের একসময় মনের মানুষের সুন্দর হাতের লেখায় সমৃদ্ধ, ভাষার লালিত্যে উজ্জ্বল সেইসব প্রাঞ্জল প্রেমপত্র গুলি ছিল সত্যিই অপূর্ব, যা কিনা সম্পদ হয়ে অনেকের কাছেই রয়ে গেছে ! আজও হয়তো প্রেমের প্রস্তাব আসে, তবে সেটা হোয়াটস অ্যাপ বার্তায় ! যা কিনা কিছুটা হলেও মেকি ! পরিশেষে বলি, প্রেমে পড়তে দারুন লাগে, আর প্রেমে পড়লে বড্ড ‘ লাগে ‘!

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )