প্রি- পূজো হস্তশিল্প মেলা 2023

প্রি- পূজো হস্তশিল্প মেলা 2023

শুভ ঘোষ : পূজো সামনেই ৷ বাঙালীদের কাছে পূজো মানেই উদ্দীপনা ৷ কলকাতার বালিগঞ্জে অনুষ্ঠিত হল প্রিপূজো এক্সিবিশন ৷ দুর্গাপুজো উপলক্ষে ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ তাই পূজো উপলক্ষে দক্ষিণ কলকাতার মানদেভিলা পার্কে একটা ফ্যাশন মেলার আয়োজন করা হয়।

১০ই সেপ্টেম্বর থেকে১১ই সেপ্টেম্বর পর্যন্ত কোলকাতা বালিগঞ্জ মানদেভিলা গাডেন্স এই দুইদিন ব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে ।মহিলাদের শাড়ি,জামা, কাপড়,হার,কানের দুল, মিষ্টি,চকলেট,কেকের মোট ৪৫ টি দোকান দেওয়া হয়।আসন্ন পুজো উপলক্ষে দুদিন ব্যাপী এই মেলার আয়োজক শ্রেয়া চক্রবর্তী মন্তব্য অনুযায়ী জানা যায়, স্বনির্ভর মহিলাদের নিজস্ব হ্যান্ডলুম প্রডাক্ট সবার মন ইতিমধ্যেই কেড়েছে ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )