
প্রয়াত সতীশ মিশ্রা ও সুমনভঞ্জ চৌধুরীর স্মৃতিতে সমাজসেবা

দীপক ঘোষ : ১০ ই সেপ্টেম্বর সকালে প্রয়াত সতীশ মিশ্রা ও সুমনভঞ্জ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে ৩০ তম রক্তদান উৎসব পালিত হল গোরাবাজার ক্যান্টনমেন্ট গ্যাস সংলগ্ন বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের সামনে ৷

সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকা সতীশ মিশ্রা স্মৃতি রক্ষা সমিতি ও সতীশ মিশ্রার ভাই প্রমথ মিশ্রার তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, নিমু ভৌমিক , ঘুটুন গাঙ্গুলী ও রাজ্যের আই এন টি ইউ সি এর জেলা সভাপতি মোহাম্মদ কামাদ এবং আরো অন্যান্য নেতা-নেত্রীবর্গরা ৷ উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে ভ্রাম্যমান গাড়িতে রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দান করে ৷ মোট ৫২ জন নাগরিকবৃন্দরা ঐ দিন স্বেচ্ছায় রক্তদান করে ৷
CATEGORIES সোস্যাল