পোলক স্ট্রীট গুজরাতি দি কলকাতা অ্যাংলো স্কুলের অ্যানুয়াল এক্সিবিশন

পোলক স্ট্রীট গুজরাতি দি কলকাতা অ্যাংলো স্কুলের অ্যানুয়াল এক্সিবিশন

দেবশ্রী মুখার্জী : ৮ই নভেম্বর পোলক স্ট্রীটের দি কলকাতা অ্যাংলো গুজরাতি স্কুলের ক্লাস নার্সারি থেকে দশম শ্রেণীর ছাত্র – ছাত্রীদের নিয়ে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হল অ্যানুয়াল এক্সিবিশন | বিজ্ঞান – কলা – আর্ট এন্ড ক্রাফ্ট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের প্রাধান্য লক্ষ্য করা গেল এই প্রদর্শনীতে ৷

এদিন এক্সিবিশন পরিদর্শনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন নওলক্ষা উপাশ্রয়ীর অমিত জ্যোতি সাদবী জী ও অনন্ত জ্যোতি সাদবী জী | স্কুলের ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে সহায়ক এই প্রদর্শনীটি সফল করতে স্কুল কর্তৃপক্ষের মধ্যে ট্রাস্টি প্রবীন পোপট , জয় কামদার , চন্দ্রেশ মেঘানি , পরিমল আজমেরা , পরেশ দফতরী , গীতাঞ্জলি ঠক্কর , অপূর্ব মানেক , স্কুলের প্রিন্সিপাল জিমি সাইনি ছাড়াও অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয় ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )