পূর্বাঞ্চল লিট্টি চোখা উৎসব

পূর্বাঞ্চল লিট্টি চোখা উৎসব

নিউজ ডেস্ক : ৭ই জানুয়ারী বড়বাজারে অনুষ্ঠিত হল পূর্বাঞ্চল লিট্টি চোখা ভোজ উৎসব | বাংলা সম্প্রীতির রাজ্য | এখানে সর্ব ধরনের মানুষ যে সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করে তা আবারো ধরা পড়ল বড়বাজর পোস্তার লিট্টি চোখা উৎসবে ৷ বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে হাজারো মানুষ এই উৎসবে একত্রিত হল লিট্টি চোখার স্বাদ নিতে ৷ উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এর উদ্যোগে ও রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তি প্রতাপ সিং এর আহবানে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনে নিজের হাতে সাধারণ মানুষকে একটি লিট্টি চোখা পরিবেশন করতে দেখা গেল সাংসদ সুব্রত বকসী , সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ,মন্ত্রী শশী পাঁজা ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ কে ৷

এছাড়াও এই দিন অনুষ্ঠানে শাসকদলের অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন , রাজ্যের পরিবহনমন্ত্রী মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সংসদ ডঃ শান্তনু সেন , বিধায়ক দেবাশীষ কুমার,বিধায়ক ডক্টর নির্মল মাঝি,বিধায়ক অর্জুন সিং,বিধায়ক তাপস রায়, MMIC স্বপন সমাদ্দার , রাজ্য জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জি, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক স্মিতা বকসী , উত্তর কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু , কাউন্সিলার সচীন সিং , ইলোরা সাহা ,পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববর্গদের ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )