
পিছিয়ে পড়া মানুষদের সাবলম্বী করতে এক প্রশিক্ষণ মূলক কর্মসূচী পালন
সন্দীপন মান্না : ২০ শে ফেব্রুয়ারি গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার পরিচালনায় ও উইলিয়াম কেরি মিশন ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে সাগরদ্বীপে রুদ্রনগর এর পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে এক সামাজিক পদক্ষেপ গৃহিত হল | যেখানে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট পল্লবী দাস প্রায় ৩৫ জন মহিলাদের সৌন্দর্য পরিচর্চার প্রশিক্ষণ দিলেন, যাতে আগামীতে তারা স্বনির্ভর হতে পারে |

এই প্রশিক্ষণ কেন্দ্রে এদিন মেকআপ আর্টিস্ট পল্লবী দাস ছাড়াও এই অনুষ্ঠানের আয়োজক গুড নিউজ ব ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা বিশব ডক্টর শ্রীকান্ত দাস , উইলিয়াম কেরি মিশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা রেফারেন্ট মদন মোহন ঘড়ুই , পেস্টোর প্রশান্ত বাগ , রিনা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন |


CATEGORIES সোস্যাল