
পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ‘আগমনী হোর্ডিং শুট
নিউজ ডেক্স : সামনেই পূজো ৷ আর সেই পূজোর আগমনে ৩ রা সেপ্টেম্বর নিউটাউনের এক স্টুডিওতে হয়ে গেল আগমনী হোর্ডিং শুট ৷ পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আয়োজিত এই শুটে মডেল দের এবারের পূজায় কলকাতার বিভিন্ন মন্ডপে ও অন্যান্য জায়গায় পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্টের হোর্ডিং ও ব্যানারে দেখতে পাওয়া যাবে পূজো স্পেশ্যাল আগমনী লুকে ৷ মডেল দের সাজায় ল্যাকমে অ্যাকাডেমি ক্যামাক স্ট্রীট ও মেক আপ আর্টিস্ট পায়েল তাম্বি ৷ এই ফটোশুটের উদ্যোক্তা পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের কর্নধার ও মডেল হিনা কৌসরের উদ্যোগে আয়োজিত এই শুটে প্রায় ২০ জন মডেলদের সাথে তিনি নিজেও ফটোশুট করান ৷ এছাড়াও শুটে মডেল ময়ূক জেয়সওয়ালকেও বাঙালি পোশাকে দেখতে পাওয়া গেল ৷

CATEGORIES বিনোদন