
পয়েন্টার বিজনেস ফোরাম কনক্লেভ এন্ড এক্সপো 2025
সন্দীপন মান্না : সাউথ পয়েন্ট স্কুলের আল্যুমনাইদের নিয়ে গঠিত পয়েন্টার বিজনেস ফোরামের পক্ষ থেকে কলকাতার রোটারি সদনে দুদিন ব্যাপি শুরু হল চতুর্থ তম বর্ষের পয়েন্টার বিজনেস ফোরাম কনক্লেভ এন্ড এক্সপো 2025। এই অনুষ্ঠানে ব্যবসা সংক্রান্ত , MSME, ট্যুরিজিম বিভিন্ন বিষয় নিয়ে প্যানেল ডিসকাশনের সাথে ছিল বড় বড় ব্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের ষ্টলের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ষ্টল। এখানে অর্গানিক বিভিন্ন প্রোডাক্ট, কসমেটিক, চা , বস্ত্র , ঘর সাজানোর সরমজাম ইত্যাদি বিবিধ জিনিষের ষ্টল ছিল।

৮ ই মার্চ এই এক্সবিশনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ড. শশী পাঁজা, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো – চেয়ারম্যান মানসী রায় চৌধুরী, ড. সংযুক্তা ঘোষ, অনিন্দিতা সাগর সহ টেকনো ইন্ডিয়া গ্রুপ ও ইউনিভার্সিটির ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ড. সুজয় বিশ্বাস, পয়েন্টার বিজনেস ফোরামের চেয়ারম্যান অতীন দত্ত, এছাড়াও ভারত মনচান্দিয়া , অর্ণব বসু, অনির্বান মুখোপাধ্যায়, মৈত্রীয় মল্লিক, সঞ্জয় গুহ ও অন্যনরা এদিন উপস্থিত ছিলেন |
