
পথ চলা শুরু ‘জীবনের ছন্দে ‘
দেবশ্রী মুখার্জী : বাংলার সাহিত্য ও সংস্কৃতির প্রসারে পথ চলা শুরু হল এক নান্দনিক শিল্প গোষ্ঠী ‘ জীবনের ছন্দে’ এর ৷ ২৮ শে নভেম্বর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাঘরে তাদের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ স্বপ্ন সাজাই ‘ অনুষ্ঠিত হল কবিতা , আবৃত্তি , শ্রুতি নাটক , ইত্যাদি প্রবীন ও নবীন শিল্পীদের উপস্থিতিতে ৷

বাংলা সংস্কৃতির প্রসারে আগ্রহী সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষিকা ও বাচিকশিল্পী দেবযানী রায় চৌধুরীর তত্ত্বাবধানে, সভাপতি মনিষ ভট্টাচার্য্য , সম্পাদক তনুশ্রী ঘোষ অধিকারী ও পার্থ প্রতিম রায় চৌধুরীর বিশেষ সহযোগীতায় আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কবি সব্যসাচী দেব , নতুন প্রজন্মের বাচিক শিল্পী সাম্য কারফা , জয়া মুসতাফি রায় , জয়ন্ত চক্রাবর্ত্তী সহ অন্যান্যরা ৷ ভবিষ্যতে শুধু কবিতা নয় বাংলার সংস্কৃতির অন্যান্য দিক গুলি নিয়ে চর্চা করতে তারা আগ্রহী এমনটাই জানান শিল্পী দেবযানী রায় চৌধুরী ৷
