ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে উদযাপন
সন্দীপন মান্না : ১৫ ই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে ন্যাশনাল ট্রান্স জেন্ডার ডে উদযাপনে অলক ফাউন্ডেশন ও রুদ্র পলাশের বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সমন্বয় ‘ | এই দিন অনুষ্ঠানে সমাজে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যেসব রূপান্তরকামীরা সমাজে বিভিন্ন ক্ষেত্র যেমন আইনজীবী , ভোকাল আটিস্ট , নৃত্যশিল্পী , অভিনেত্রী ,শিক্ষিকা ইত্যাদি বিবিধ ফিল্ডে প্রতিষ্ঠিত সেই সব ব্যক্তিত্বদের মধ্যে বারো জনকে সম্মানিত করা হয় এর সাথে রুদ্র পলাশের কর্ণধর ও রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী কেও সম্মানিত করা হয় |

অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী অলকানন্দা রায় , অভিনেত্রী দেবলীনা দও , IPS শান্তি দাস সহ অন্যান্যরা | সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সহযোগিতা করে বন্ধু এক আশা সংস্থা ও জয়দীপ দে |


