নারী দিবস উদযাপনে সৃষ্টি ডান্স একাডেমি
সন্দীপন মান্না : সৃষ্টি ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে তাদের ২০ তম বর্ষ উদযাপনে আগামী ৮ই মার্চ আতর্জাতিক নারী দিবসের শুভেচ্ছায় তারই প্রাক্কালে ৫ ই মার্চ সল্টলেকের এক নামী হোটেলের ব্যাংকুয়েটে উদযাপিত হল ওমেন অ্যাচিভারস্ অ্যাওয়ার্ড 2024 | সৃষ্টি ডান্স অ্যাকাডেমির কর্নধার ইন্দ্রানী গাঙ্গুলীর বিশেষ উদ্যোগে ও তনুজা চৌধুরির সহযোগীতায় ও সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত নিজ নিজ ফিল্ডে প্রতিষ্ঠিত প্রায় ১৩ জন নারীদের মেমেন্টা দিয়ে সম্মানিত করা হল | যারা সম্মানিত হলেন তাদের মধ্যে রিয়া বোস , অন্তরা মিত্র , ডঃ দিপা দাস , সুফিয়া জামান , শর্মিলা চ্যাটার্জী , সুহিরা ব্যানার্জী , ডঃ শ্রেয়সী ভৌমিক , ইস্পিতা দাস সেন , রিয়া গুহ , পুতুল ধর , জয়ী সেন , সঙ্ঘমিত্রা ঘোষাল , সামারিটা সেনগুপ্ত সহ অন্যান্যরা |

এদিন সম্মান প্রাপকদের উৎসাহিত করতে অতিথি রূপে সমাজের বিশিষ্ট ব্যক্তিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী জয়ন্ত নারায়ন চ্যাটার্জী , টেকনো ইন্ডিয়ার CEO সুজয় বিশ্বাস , জসমিত সিং আরোরা , সঞ্জীব বসাক , সৌম্য শংকর বোস , শিলাদিত্য গুপ্ত , রতন ঝাওয়ার , সোমনাথ কুট্টি সহ অন্যান্যরা |

