নলেজ সিটির পৌষ মেলা
সন্দীপন মান্না : ৩ রা জানুয়ারী থেকে ৮ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবারের কাছে নলেজ সিটির পৌষ মেলা ৷ মহাআড়ম্বরে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে পালিত হচ্ছে শান্তিনিকেতনের আদলে নলেজ সিটির ক্যাম্পাসে পৌষ মেলা 2024 | এই মেলায় আম্রকুঞ্জ মঞ্চ , সোনাঝুরি মঞ্চ ও মেডিকেল হল এই তিন জায়গায় ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলতে দেখা গেল বিভিন্ন নামী শিল্পীদের সাথে নবাগত শিল্পীদের উপস্থিতিতে ৷ আবদুর রব ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই নলেজ সিটিতে রয়েছে দিল্লি পাবলিক হাই স্কুল, ইয়াকুব আলী বি.এড কলেজ, ইয়াকুব আলী ডি. এল .এড কলেজ, এ. আর .ল কলেজ, মমতাজ বেগম ফার্মেসী কলেজ ,এম . বি মেমোরিয়াল একাডেমী ও এ. আর. এম. সি হসপিটল ৷

যে সব ছাত্র ছাত্রীরা দূর থেকে শিক্ষা লাভের জন্য আসবে উভয়ের জন্যই থাকছে হোস্টেলের ব্যবস্থাও ৷ এখানে সকল শ্রেণীর জন্য রয়েছে জ্ঞানের দরজা খোলা ৷ আবদুর রব ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের ডাইরেক্টর অবদুর রবের লক্ষ্য কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতন গড়ে তোলা যাতে শিক্ষার্থীরা প্রকৃতির ছোঁয়ায় শিক্ষার অর্জন করতে পারে ৷

