নবীন সংঘ সার্বজনীন দূর্গোৎসবের খুঁটি পূজো

নবীন সংঘ সার্বজনীন দূর্গোৎসবের খুঁটি পূজো

নিউজ ডেস্ক:১১ ই আগাস্ট টালিগঞ্জ করুনাময়ীর নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসব এ বছর ২১ তম বর্ষে পদার্পণ করল | এই পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত খুঁটি পুজোয় রাজনীতিবিদ থেকে অভিনেতা অভিনেত্রী সহ ক্রিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের দেখতে পাওয়া গেল অংশ নিতে |এই পুজো কমিটির প্রেসিডেন্ট রাজা দে এর সহযোগিতায় ও সোহেল দত্তের আয়োজনে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই পুজোয় বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র , বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত ,
এম আই সি তারক সিং , কাউন্সিলার শচিন সিং , প্রাক্তন ইন্ডিয়ার ক্যাপ্টেন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার , অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রাহুল মজুমদার, রাহুল দেব বোস, দেবাদ্রিতা বসু , বিভান বোস সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | এ বছরের এই পুজো যে বিশেষ সাড়া ফেলবে তা আশা করাই যায় |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )