ধুমধাম করে পালিত হল ভাদো অমাবষ্যা উৎসব

ধুমধাম করে পালিত হল ভাদো অমাবষ্যা উৎসব

নিউজ ডেস্ক : শ্রী শক্তি সাবিত্রী প্রচার সমিতির বিশেষ উদ্যোগে , স্বর্ণকার একতা সঙ্ঘ ও শ্রী মেড ক্ষত্রিয় মহিলা সমিতির সহযোগিতায় ১৩ই সেপ্টেম্বর ও ১৪ ই সেপ্টেম্বর দুদিন ব্যাপী কালাকার স্ট্রীটের মেড ক্ষত্রিয় ভবনে আয়োজিত ‘ভাদো অমাবস্যা মহোৎসব’ এর শুভারম্ভ হয় প্রথম দিনে গনেশ পুজো ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ৷এরপর হয় সারা রাত ব্যাপি শামজী ব্যাবের ওয়ালের ভজন ৷ এই দিন পুজোর উদ্বোধনে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শক্তি সাবিত্রী প্রচার সমিতির অধ্যক্ষ রূপচন্দ করেল , গোপী কৃষাণ কুলথিয়া , মেড ক্ষত্রিয় সভার প্রেসিডেন্ট অধ্যক্ষ শংকরলাল সনি , সচিব জগদীশ প্রসাদ সনি , কলকাতা স্বর্ণকার একতা সংঘের সেক্রেটারি হুকুম চন্দ করেল , মনোজ সোনালিয়া, মেড ক্ষত্রিয় মহিলা সমিতির পক্ষ থেকে শ্রীমতী স্বরোজ মোসুন, মিকু সনি, মঞ্জু কুলথিয়া সহ অন্যান্য রা ৷ এছাড়াও পূজোর উদ্বোধনে বিশেষ অতিথি ও ভক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সবরমল আগরওয়াল , রঘুনাথ আগরওয়াল, সন্দীপ সিং, বিমল সিং সেখাওয়াত, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুকুম চন্দ করেল ৷

১৪ ই সেপ্টেম্বর এই পূজোর শেষ দিনে যোজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মাতার আরাধনা ৷ এরপর হয় মহিলা ভক্তমন্ডলীর উপস্থিতিতে মাতার মঙ্গল পাঠ ও প্রসাদ বিতরন হয় | এদিন প্রায় ৩০০ এর বেশি ভক্তবৃন্দদের প্রসাদ বিতরন করা হয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )