
ধর্মতলা রানী রাসমণি রোডে ইউনাইটেড ফোরাম অফ ইন্ডিয়ার উদ্যোগে স্লোগান ভোট ফর ইন্ডিয়া।
শুভ ঘোষ : ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশদের হাত থেকে শ্রীঙ্খল মুক্ত হলেও রাজনৈতিক দিক থেকে নানা নীতি মন্ত্রীর গড়া শাসনে আজও দেশ শিকল বন্দী ও গনতন্ত্র ক্ষুণ্ন হচ্ছে এমনটাই দেশের বেশ কিছু জনতা মনে করেন ৷ এই মতাদর্শ নিয়ে বিজেপি বিরোধী ধরনা দিতে ৩ রা অক্টোবর কলকাতা ধর্মতলা রানী রাসমণি রোডে ইউনাইটেড ফোরাম এর পক্ষ থেকে ভোট ফর ইন্ডিয়া স্লোগানে একটি সভার আয়োজন করা হয়। ভরা বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর লোকের সোমগম হয় এদিন সভায় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মানিক ফখির, অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের প্রেসিডেন্ট মমতা বালা ঠাকুর, বিএসএফ রিটায়ার্ড অফিসার মনিদেব চতুর্বেদী,আইএএস এবং সমাজসেবী দিল্লি,বিনায় দুবে সমাজসেবি, সুজয় মণ্ডল কোবরা কমেন্ট অফিসার, বারানসি থেকে আসা সমাজসেবী প্রভাকর মরিয়া, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রা ৷ তাদের স্লোগান আসন্ন 2024 লোকসভা ইলেকশনে কেন্দ্রিয় সরকারের বিজেপির বিরোধী জোট ইন্ডিয়া কে ভোট প্রদান ৷

