
দুই বাংলার মিলনে ‘ভাষা সূত্র ২০২৪’
দেবশ্রী মুখার্জী : মিনিস্ট্রি অফ টুরিজিম গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগে 100 মাইলস এর পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের প্রক্কালে এপার বাংলা ও ওপার বাংলার মধ্যে যোগসূত্র স্থাপনে এক দশম ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সাইকেল র্যালি ভাষা সূত্র ২০২৪ শুরু হল কলকাতার প্রেসক্লাবের সামনে থেকে ১৫ ই ফেব্রুয়ারি যা শেষ হবে ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ ঢাকায় | এবার মোট ১৫ জন সাইকেল আরোহী এতে অংশ নেয় | ভাষা সূত্র ২০২৪ এর শুভ সূচনা হল ১৫ই ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে | এদিন 100 মাইলস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিয়ালি বিশ্বাস , স্বরজিৎ রায় সহ অন্যান্যরা |


CATEGORIES সোস্যাল