
দিল্লীতে আটকের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দোপাধ্যায়
দেবশ্রী মুখার্জী : দিল্লিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কৃষি ভবনে প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে আটক তৃনমূলের প্রতিনিধিরা ৷ আটক করা হল তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ এছাড়াও আটক হন দোলা সেন, শান্তনু সেনরা ৷ আটকের পর পুলিশ লাইনে সোজা নিয়ে যায় দিল্লি পুলিশ লাইনে ৷

সেখানেই সাংবাদিক বৈঠক করে বিজেপি সরকারের এহেন আচারনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ৷ তিনি জানান , মন্ত্রী তাদের সকালের জায়গায় সন্ধ্যাবেলা সময় দিয়েছিলেন ৷ সেই কারণে তিনি মিটিং শুরু করেছিলেন ১ টায় ৷ তারা মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় কৃষি ভবনে এসে পৌঁছায় প্রতিমন্ত্রীর সাথে দেখা করবে বলে ৷ তাদের একটি কনফারেন্স হলে বসতে বলা হয় ও লিস্ট দেখে প্রবেশ করানো হয় ৷ যাদের লিস্টে নাম থাকে তাদেরই শুধু ভিতরে ঢুকতে দেওয়া হয় ৷ এরপর অভিষেক আরো জানান সাংসদরা তাদের দাবি নিয়ে মন্ত্রীর কাছে গেলে উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান | এরপর প্রায় তিন ঘন্টা ধরে বিভিন্ন টাল বাহানার সাথে তৃনমূলের সাংসদ দের বাসিয়ে রাখা হয় ৷ এরপর সেখানেই তারা বসে গিয়ে শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করলে দিল্লি পুলিশের অফিসার , আধা সামরিক বাহিনীর জাওয়ানরা তাদের বল পূর্বক আটক করে ৷

