দা ক্যাপচার এর রিলস সুট

দা ক্যাপচার এর রিলস সুট

নিউজ ডেস্ক : গত ১১ই জানুয়ারি রাজার নিউটাউনের মাল্ট রেস্তোরায় হয়ে গেল দা ক্যাপচার কোম্পানির চারটে গানের ডান্সের রিল সুট নতুন
আইটেম ড্যান্সার সঙ্গীতা হালদার কে নিয়ে এদিন মোট চারটে গানের ডান্সের রিলস সুট করা হয়।পুরানো গানের ওপরে বেশ করেই এই রিলস সুট গুলি করা হয়
বলিউডের হট অ্যান্ড বোল্ড অভিনেত্রীরাই আইটেম গানের সাফল্য ও ট্রেন্ডের পিছনে বড় কারণ।হেলেন থেকে শুরু করে নোরা ফাতেহি , সানি লিওন কিংবা মালাইকা অরোরা এই সব বিখ্যাত নৃত্যশিল্পীদের অনুসরণ করে আইটেম ডান্সে নিজের কেরিয়ার তৈরী করতে চাইছেন বাঙালী নৃত্যশিল্পী কাম মডেল সংগীতা হালদার। সেই উপলক্ষ্যে তার ফটো শুট সারলেন তিনি। দ্যা ক্যাপচারের ব্যানারে এই ফটো শুটের আয়োজন করা হয়। ক্যামেরার সামনে লাস্যময়ী হয়ে ধরা দিলেন এই বাঙালী মডেল নৃত্যশিল্পী।প্রফেশনাল DOP আর্য তিনি বলেন দা ক্যাপচার কোম্পানির কর্ণধর অমল দাস তার সাথে তাদের পুরো টিম খুবই খুশি ও আনন্দতে কাজ করেন। এবং তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন ডিজাইনার সৌম, মেকআপ আর্টিস্ট কাজু গুহ সহ আরো অনেকে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )