
দমদম আমবাগান ইয়ূথ অ্যাসোসিয়েশনের বীনা বন্দনা

সন্দীপন মান্না : দমদম আমবাগান ইউথ অ্যাসোসিয়েশনে এবারের সরস্বতী পুজো সপ্তম তম বর্ষে পদার্পণ করল | এই পুজো কমিটির প্রেসিডেন্ট ডঃ নরেন্দ্র সিংহের বিশেষ উদ্যোগে ও কমিটির অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই পূজো মণ্ডপ থেকে ৩ রা ফেব্রুয়ারি এলাকাবাসীর সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল | যেখানে ডঃ নরেন্দ্র সিংহের তত্ত্বাবধানে রক্ত পরীক্ষা , সুগার টেস্ট , ডেন্টাল চেক আপ , ই . সি. জি , নার্ভের পরীক্ষা ইত্যাদি বিবিধ পরিষেবা দেওয়া হয় | এদিন প্রায় ১৫০ জন মানুষ এই ক্যাম্প থেকে স্বাস্থ্য পরিষেবা পায় |

CATEGORIES সোস্যাল