দমদমে CAA এর বিরুদ্ধে সোচ্চার বাংলাপক্ষ সংগঠন

সন্দীপন মান্না : ১৩ ই এপ্রিল দমদম বেঁদিয়া পাড়ায় বাংলা পক্ষ উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের ( CAA)আইনের বিরোধিতায় এক পথসভা অনুষ্ঠিত হল | বাংলায় বাঙ্গালীর অধিকারের দাবিতে সোচ্চার হওয়া সংগঠন বাংলা পক্ষ এক পথসভা করে জনগণের উদ্দেশ্যে CAA আইনের যে নথি সরকার থেকে প্রকাশিত হয়েছে তা জনসমক্ষে তুলে ধরে জানায় এতে নাগরিকত্ব দেওয়ার ছলে এতদিন যারা ভারতবর্ষে বসবাস করছে তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেবার এটি একটি চক্রান্ত মাত্র |

এতে কোন ভারতীয় নাগরিকত্বের গ্যারান্টি নেই | এমন কি এতে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ পরিবেশন এর নির্দেশ রয়েছে | বাংলা পক্ষের সদস্যরা আরও জানান কেন্দ্রীয় সরকার বাঙালি , মতুয়া , নমঃশূদ্র সহ উদ্বাস্তুদের নাগরিকত্ব না দেওয়ার চক্রান্তেই এহেন আইন এনেছে। এর সাথে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে চৈত্র বা শ্রাবণ মাসে যারা মাছ-মাংস সেবন করেন তারা হিন্দু-মানসিকতার নয় | প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের তারা মঞ্চ থেকে তীব্র নিন্দা করে জানায় , বাঙালি হিন্দুরা অনেকাংশেই বিভিন্ন পুজোয় মাছ ব্যবহার করে ও তারা তাদের নববর্ষ উদযাপন করে মাছ মাংস সেবন করে ফলে প্রধানমন্ত্রীর এরূপ মন্তব্যে বাঙালি হিন্দুদের অবমাননা করা হয়েছে বলে এমনটাই তারা মনে করেন | এদিন বাংলা পক্ষ সংগঠন থেকে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় , শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি , , উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলার সম্পাদক পিন্টু রায় , অভিজিৎ দে , সুদীপ্ত দাস সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )