দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সহযোগিতায় ৬৭ বছর বৃদ্ধার নিজের গৃহে পূর্ণ আগমন

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সহযোগিতায় ৬৭ বছর বৃদ্ধার নিজের গৃহে পূর্ণ আগমন

শুভ ঘোষ : দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক সহযোগিতায় ৬৭ বছর বৃদ্ধার নিজের গৃহে পূর্ণ আগমন। ‌। দক্ষিণ 24পরগনা জেলার বিষ্ণুপুর থানার অধীনে কালীচরণপুর গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দার জিলানী শেখ এর স্ত্রী মমতাজ বিবি,বর্তমানে তার চার কন্যা ও এক পুত্র,জিলানী শেখের মৃত্যুর পর পুত্র নজরুল শেখ তার মায়ের কাছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।মমতাজ বিবির উপরে মানসিক ও পাশবিক নির্যাতন শুরু করে,এই ৬৭বছর বয়সী বৃদ্ধা মহিলা ছেলের ভয়েই ঘরছাড়া হয়ে উনি কন্যাদের কাছে কোনো উপায়ে বসবাস করেন,বর্তমানে আইনজীবী অরিজিৎ দাস এর সহযোগিতায় আলিপুর কোর্ট ও মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় ন্যায় বিচারের মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন মমতাজ বিবিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক,হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।এক বৃদ্ধাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ায় ও পুলিশ প্রশাসনের সহযোগীতা পেয়ে খুশি ওই বৃদ্ধা এবং তার বাড়ির সমস্ত সদস্যরা‌।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )