দক্ষিণ দমদমে দূর্গা পূজায় এবার পুতুলের খেলা

দক্ষিণ দমদমে দূর্গা পূজায় এবার পুতুলের খেলা

দেবশ্রী মুখার্জী : বাঙালীর সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ নাগেরবাজার মিউনিসিপ্যালিটি অফিস লেনের ঐক্য সমিতির পুজো এ বছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল ৷ তাদের এবারের থিম পুওলিকায়ে পূজো বা পুতুলের খেলা | বাংলার মৃৎশিল্পীর যে অভিনব বিশেষত্ব তারই বিকাশে গ্রাম বাংলার শিল্পের প্রসারেই এবছর তাদের মন্ডপ সোজ্জায় এই ভাবনা | এর সাথে থাকছে ডেঙ্গুর সচেতনতায় সামাজিক কর্মসূচি ৷ সবকিছু মিলিয়েই এ বছর তাদের পূজো যে সামাজিক বার্তা বহন করবে তা বলাই বাহুল্য ৷

মন্ডপ সজ্জায় থাকবে সোহিনী ডেকরেটার্স ও আলোক সজ্জায় থাকবে কৌশানি ইলেকট্রিক ৷ এ পুজোর প্রধান উদ্যোক্তারা হলেন পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অভিজিৎ মিত্র, সম্পাদক কাজল রায়, কল্পক রায় , গোবিন্দ সাহা,জয়ন্ত পাল, ভোলা রাজবংশী, বিশা সাহা সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )