
ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে বাংলা পক্ষ উত্তর ২৪ পরগণা শহরাঞ্চল আয়োজিত মিছিল
দেবশ্রী মুখার্জী : কেন্দ্রীয় আধা সেনাবাহিনী অর্থাৎ BSF, CRPF, CISF-এ নিয়োগের ক্ষেত্রে পশ্চিম বঙ্গের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত রাজ্যকোটার আসনে নিয়োগপ্রাপ্ত পাচ্ছে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে বহিরাগত পরীক্ষার্থীরা রাজ্যের জন্য সংরক্ষিত আসনে নিয়োগ পাওয়ায় বঞ্চিত হচ্ছে বাংলার ছেলেমেয়েরা। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা বহিরাগত ক্রিমিনালদের জাল কাস্ট ও জাল ডোমিসাইল সার্টিফিকেট বানানোর আখড়া হয়ে গেছে। সক্রিয় দাদাল চক্র। শুধু তাই নয়, আমাদের কাছে খবর এসে পৌছেছে যে এই দালাল চক্রের সঙ্গে পুলিসের DIB র একটা অংশ যুক্ত। তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে ৩ রা ডিসেম্বর রবিবার বিটি রোড রথতলা থেকে বিটি রোড এর টবিন রোড মোড় পর্যন্ত এক মহা মিছিল করেছে বাংলা পক্ষ। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের প্রাণপুরুষ ড: গর্গ চট্টোপাধ্যায় ও বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি প্রমুখ।
