টেকনো ইন্ডিয়া ইউনির্ভাসিটি ওয়েস্ট বেঙ্গলের কনভোকেশন সেরিমনি

টেকনো ইন্ডিয়া ইউনির্ভাসিটি ওয়েস্ট বেঙ্গলের কনভোকেশন সেরিমনি

সন্দীপন মান্না : ১২ ই আগস্ট নিউটনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল তাদের কনভোকেশন সেরিমনি 2024 | যার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী রামনাথ কোভিন্দ , টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনির্ভার্সিটির চেয়ারম্যান প্রফেসার ডঃ গৌতম রায় চৌধুরী , কো – চেয়ারম্যান মানসী রায় চৌধুরী , এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায় চৌধুরী , ভায়েস চ্যান্সেলর প্রফেসর সমীরণ চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ডঃ সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা | এই দিন অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রীদের ডক্টরেট, পোস্ট গ্রাজুয়েট , আন্ডার গ্যাজুয়েট , ডিগ্রি প্রদানের সাথে পিএইচডি হোল্ডারস ও গোল্ড মেডেলিস্ট দের সম্মান প্রদান করা হয় | ইতিমধ্যেই টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সাড়া ফেলেছে দেশ ও দেশের বাইরে | এখান থেকে পাস আউট ছাত্রছাত্রীরা আজ বহু ক্ষেত্রে তারা দেশে হোক বা বিদেশে তা টেকনিক্যাল ফিল্ড হোক বা নন টেকনিক্যাল ফিল্ড সেখানে সু প্রতিষ্ঠিত করেছে নিজেদের | এই দিন অনুষ্ঠানে বিশেষ মাত্রা এনে দেয় সমাজের সম্মানিত কিছু ব্যক্তিত্বদের বিভিন্ন ক্যাটাগরি যেমন ইন্ডিয়ান মিউজিক , ইন্ডিয়ান আর্টস , ইন্ডিয়ান মেডিকেল সাইন্স , সোশ্যাল আপলিফ্টমেন্ট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সম্মান প্রদানের অনুষ্ঠান |

এদিন যারা এই সব সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে ডক্টর পার্থ প্রতিম চক্রবর্তী , মিউজিসিয়ান শংকর মহাদেবন , অভিনেত্রী শাবানা আজমি, খেলোয়াড় লেয়েন্ডার পেজ , ডঃ কুনাল সরকার , ডঃ কালি প্রদীপ চৌধুরী , ডক্টর শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )