জেয়ন্ত মুনি মারা সাহেবের জন্ম শতবর্ষ উদযাপন

জেয়ন্ত মুনি মারা সাহেবের জন্ম শতবর্ষ উদযাপন


নিউজ ডেস্ক : পরম পূজ্য জেয়ন্ত মুনি মারা সাহেবের জন্ম শতবর্ষ উদযাপনে শতাব্দী বরষ কমিটি , নওলক্ষা উপশ্রয়ী , পারশ ধাম , গিরি গুরু ভ্ক্ত ও মঙ্গল টিমের আয়োজনে বর্ষিতব পারনা উপলক্ষে ২৯ শে অক্টোবর এক বর্ণাঢ্য শোভাযাত্রা , ভক্তিপাঠ ও গনপতি ব্যাংকুয়েটে গৌতম প্রসাদ বিতরনের মহা কর্মসূচী পালিত হল ৷

এদিন প্রায় ৪ হাজার গুজরাতি সমাজের লোকেরা একত্রিত হয়ে প্রসাদ গ্রহন করেন ৷ অনুষ্ঠানে বিশেষ রূপে উপস্থিত ছিলেন প্রবীন ভাই পারেখ , চন্দ্রেশ মেঘানি , দীপক গঠানি , দীনেশ প্যাটেল , দীনেশ বিমানি , ময়ূর শেঠ, প্রমোদ বাখরা, জসমীত শেঠ , হৃতেশ টেলিয়া, চিরাগ শা , হর্ষদ আজমেরা , অমীর শেঠ , মনীষ আজমেরা , পরেশ দফতরী , পঙ্কজ দেশাই সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )