জেয়ন্ত মুনি মারাসাহেবের জন্ম শতবর্ষ উৎসব

জেয়ন্ত মুনি মারাসাহেবের জন্ম শতবর্ষ উৎসব

দেবশ্রী মুখার্জী : ৮ই অক্টোবর নওলাক্ষা উপশ্রয়ী ২৭ নং পলক স্ট্রীট কলকাতা -১ এর পক্ষ থেকে গুরুদেব পরম পূজ্য জ্যেয়ন্ত মুনি মারাসাহেবের জন্ম শতবর্ষ ও চতুরবর্নীয় জন্মোৎসব পরমপূজ্য শিব মুনি মারা সাহেব , মহেন্দ্র ঋষি মারা সাহেব , অমিতজ্যোতি মা সতি জী ও অনন্তজ্যোতি মা সতিজীর জন্মোৎসব মহাড়ম্বোরে পালিত হল পরমপূজ্য ডঃ আদর্শ মুনি মারা সাহেবের সান্নিধ্যে ভক্তিপাঠ ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ৷

এদিন অনুষ্ঠানের সফলতায় বিশেষ করে অংশ নেয় দীপক গাথানি , দীলেশ ভিমানি , চন্দ্রেশ মেঘানি , ময়ূর শেঠ, দীলেশ প্যাটেল ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মেশ ভিমানি , জীতু ভাই শা,, ভারত ভায়ানি, হরর্ষদ শা, মনীষ দোষী , হর্ষদ শেঠ , নীমেশ শা, ভক্তি পারেখ, চেতনা কামানি , হর্ষ শা , হেমল দফতারি , রাজেশ মোদী সহ অন্যান্যরা ৷ এদিন পরমপূজ্য গুরুদেব জ্যেয়ন্ত মুনি মারা সাহেবের ভক্তদের জন্য আরাধ্যকক্ষের ও উদ্বোধন হয় ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )