
জন্মদিন পালনে সমাজসেবায় অভিনেতা সোহেল দও
সন্দীপন মান্না : ১৯ শে জানুয়ারি টালিগঞ্জ করুনাময়ী ধাড়াপাড়ার নবীন সংঘের পক্ষ থেকে আয়েজিত ও নবীন সংঘের কনভেনর অভিনেতা সোহেল দত্তের বিশেষ উদ্যোগে ও প্রচেষ্টায় তার জন্মদিনের প্রক্কালে মানব সেবায় এই দিন এলাকার দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হল , নবীন সংঘের দুর্গাপূজা মন্ডপ প্রাঙ্গণ থেকে |

অভিনেতা সোহেলের এই প্রয়াসকে এদিন সাধুবাদ জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় , মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জী , MIC তারক সিং , MIC অসিম বসু , MIC অভিজিৎ মুখার্জি , কাউন্সিলর অনন্যা মুখার্জি , কাউন্সিলর লিপিকা মান্না ,কাউন্সিলর অমিত সিং ,সহ অন্যান্যরা | এদিন প্রায় ৫০০ জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় |



CATEGORIES সোস্যাল