
গুরুদেব জেয়ন্ত মুনি মারা সাহেবের জন্ম জয়ন্তী উদযাপনে নওলক্ষা উপাশ্রয়ী
গুরুদেব জেয়ন্ত মুনি মারা সাহেবের জন্ম জয়ন্তী উদযাপনে নওলক্ষা উপাশ্রয়ী
নিউজ ডেস্ক : নওলক্ষা উপাশ্রয়ী ২৭ নং পলক স্ট্রীট কলকাতা -১ এর উদ্যোগে পরম পূজ্য গুরুদেব জেয়ন্ত মুনি মারা সাহেব এর জন্ম শতবর্ষ উদযাপনে সংস্থার মহিলা সদস্যারা ১ দিন ছেড়ে ১ দিন উপবাস করে ব্রত পালন করছে প্রায় ১ বছর ধরে ৷

১২ ই অক্টোবর সংস্থার পক্ষ থেকে মহিলা সদস্যদের জন্য গুরুজী শ্রমন সঙ্গীয় সাদবী অমিত জ্যোতি ও সাদবী অনন্ত জ্যোতি দ্বারা ধর্ম পাঠ ও ভক্তি গীতি আয়োজন করা হয় ৷ এদিন অনুষ্ঠানের সফলতায় বিশেষ করে সহযোগীতা করে কল্পনা বাখরা , চেতনা কামানি , হর্ষা শা , ভক্তি পারেখ , হেমল দফতারি , এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দিলেশ বিমানি , দিপক গঠানি , দীলেশ প্যাটেল , চন্দ্রেশ মেঘানি , নিমেশ শা , ময়ূর শেঠ , মুকেশ কামদা , অমিত শেঠ সহ অন্যান্যরা ৷


CATEGORIES অন্যান্য