গুরদোয়ারা শিখ সঙ্ঘ দমদম এয়ারপোর্টের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

গুরদোয়ারা শিখ সঙ্ঘ দমদম এয়ারপোর্টের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক : এবার অভিযোগ সামনে এল গুরুদোয়ারা শিখ সঙ্ঘ দমদম এয়ারপোর্টের ভাইস প্রেসিডেন্ট পারগট সিং ও ম্যানেজার নিশান সিং এর বিরুদ্ধে | উক্ত সঙ্ঘের দুই পদে থাকা এই ব্যক্তিরা তাদের দ্বায়িত্ব ঠিকমত পালন করছেনা বরং গুরুদোয়ারা শিখ সঙ্ঘের সঞ্চিত অর্থ ভায়েস প্রেসিডেন্ট পারগট সিং নিজ স্বার্থে ব্যাবহৃত করছে ও ম্যানেজার নিশান সিং সঙ্ঘে আসা ডোনেশনে করছে গরমিল এমনটাই অভিযোগ জানিয়ে ৭ই মে সাংবাদিক বৈঠক করলেন গুরুদোয়ারা শিখ সঙ্ঘের দমদম এয়ার পোর্টের সদস্য গন ও প্রাক্তন সদস্য জসবিন্দর সিং |

তিনি আরো জানান বিগত সময় তিনি এই অসামাজিক কর্মের প্রতিবাদ করলে তাকে শারিরীক ভাবে আঘাত করা হয় ফলে তিনি আহত হন | এরপর তিনি আইনের দারস্থ হন | এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জসবিন্দর সিং ছাড়াও সতবন সিং , বলবিন্দর সিং , সুখদেব সিং সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )