গিরিশপার্ক রামতনু বোস লেনের গনেশ পূজো

গিরিশপার্ক রামতনু বোস লেনের গনেশ পূজো

দেবশ্রী মুখার্জী : কলকাতা কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের রামতনু বোস লেন পল্লীবাসী বৃন্দের গণেশ পূজো এ বছর পঞ্চম তম বর্ষে পদার্পণ করল ৷ ১৮ ই সেপ্টেম্বর সামাজিক কর্মসূচি ফ্রীতে এলাকাবাসীর জন্য হেলথ চেক আপ ক্যাম্পের মধ্য দিয়ে ধুমধাম করে হল এই পূজোর শুভ উদ্বোধন ৷

এদিন পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও কাউন্সিলার তারকনাথ চ্যাটার্জি | কাউন্সিলার রাজেশ সিনহা, তৃনমূল মাইনোরিটি সেলের সাধারন সম্পাদিকা সুফিয়া খান ৷ ক্লাবের সকল সদস্য বৃন্দদের দ্বারা আয়োজিত এই পুজোয় এই দিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল চৌধুরী , নিখিল জয়সওয়াল , গৌরব রায় , প্রকাশ সিং ,রোহিত গুপ্তা , বিবেক জয়সওয়াল সহ অন্যান্য সদস্যবৃন্দরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )