
গিরিশপার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজোর খুঁটি পূজো

দেবশ্রী মুখার্জী : ১৯ শে সেপ্টেম্বর গনেশ চতুর্থীর শুভ তিথিতে গিরিশ পার্ক ফাইভস্টার স্পোর্টিং ক্লাবের ৬৪ তম বর্ষের শ্যামা পূজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহারম্ভারে ৷ ক্লাবের চেয়ারপারসন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী , ক্লাবের সাধারন সম্পাদক ও তৃনমূল যুব নেতা সৌম্য বকসীর প্রচেষ্টায় ও রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সঞ্জয় বকসীর তত্ত্বাবধানে আয়োজিত এই খুঁটি পূজোয় বিশিষ্ট আতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্ত্তী , মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, রাজ্য তৃনমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট সায়নী ঘোষ , বিধায়ক তাপস রায়, বিধায়ক তাপস চ্যাটার্জী , ClC অঞ্জন পাল , অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী , অভিনেতা রাজীব ঘোষ সহ অন্যান্যরা ৷ এদিন এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ৷
