গাঁতিতে সামাজিক কর্মসূচী

গাঁতিতে সামাজিক কর্মসূচী

দেবশ্রী মুখার্জী : ৩ রা ডিসেম্বর গাঁতি পৌর বাজার অঞ্চলে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জীর সহযোগীতায় ও ১ নং ওয়ার্ডের পৌরপিতা পিনাকী নন্দীর প্রচেষ্টায় রক্তদান উৎসবের সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদানের এক বিশেষ সামাজিক কর্মসূচী পালিত হল ৷এই দিন গাঁতি অধিবাসীবৃন্দদের স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করতে দেখা যায় ৷ প্রায় ৩০০ এর বেশি মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে ৷ এর সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় মঞ্চ থেকে ৷ অনুষ্ঠানের আয়োজক ১ নং ওয়ার্ডের পৌর পিতা পিনাকী নন্দী ছাড়াও রক্তদাতা দের উৎসাহ প্রদানে মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পারিষদ সদস্যা আরাত্রিকা ভট্টাচার্য্য , মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ , ১ নং বরো চেয়ারম্যান শানোয়াজ আলী মন্ডল ,জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন, কে এম ফারহাদ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )