
খামখেয়ালি আবহাওয়া
নিউজ ডেস্কঃ গত সপ্তাহের শুরুতে ভোরের দিকে এবং বেশ রাতে হালকা একটা ঠাণ্ডার ভাব পাওয়া যাচ্ছিল। দিনমানে অবশ্য তা বোঝার উপায় ছিল না। কিন্তু বিগত দু’তিন দিনে সার্বিক তাপমাত্রা আবার চড়তে শুরু করেছে। ফলে সামগ্রিকভাবেই একটা গরমভাব অনুভূত হচ্ছে।

তবে সম্প্রতি আবহাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে আবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার যুগলবন্দিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যার জেরে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টি হবে, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবার পারদ নামতে শুরু করবে। আশা করা যাচ্ছে এই মনোরম আবহাওয়া কালীপুজোতেও থাকতে পারে, যদি আবহাওয়া তার খামখেয়ালিপনা থেকে বিরত থাকে।
