ক্লাসিকাল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল কলকাতায়

ক্লাসিকাল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল কলকাতায়

দেবশ্রী মুখার্জী : ৪ ঠা নভেম্বর ক্লাসিকাল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হল আইসিসিআর এর সত্যজিৎ রায় অডিটরিয়ামে ।

শাস্ত্রীয় সংগীতের প্রসারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন বিদুষী সুরঞ্জনা বোস, পন্ডিত দেবাশীষ ভট্টাচার্য ও সতীশ মিশ্র ।তবলাতে সহযোগী ছিলেন সৌমেন সরকার, সুদির ঘোড়াই ও অভিষেক ব্যানার্জি। হারমোনিয়াম এ ছিলেন অলোক রায় ৷সারেঙ্গী বাজিয়েছেন দেবাশীষ হালদার ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অদিতি ব্যানার্জি |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )