
কোভিড পরবর্তী সময়ে সরকারি চাকরির প্রতি ঝোঁক বেশি
পিনাকী চৌধুরী : ২০২০ সালে আত্মপ্রকাশ করে কোভিড -১৯ নামক মারণ ভাইরাস। মূলত তামাম দুনিয়াকে রীতিমতো উৎকণ্ঠায় রেখেছিল ভাইরাসটা ! বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষের প্রাণহানি ! অসুস্থতার সংখ্যাটাও ছিল চোখে পড়বার মতো ! তদানীন্তন সময়ে আমাদের দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছিল। বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করেছিলেন, কাজ গিয়েছিল অসংখ্য মানুষের।

চারিদেকেই তখন ত্রাহি ত্রাহি রব ! কিন্তু সেসব এখন অতীত ! জনজীবন স্বাভাবিক, মাস্কহীন পৃথিবী । তার রেশ কিন্তু এখনও থেকে গেছে ! যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, অথচ সুস্থ হয়ে গিয়েছিলেন, তাঁদের কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা এখনও থেকে গেছে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে আজকের তরুণ প্রজন্ম কি ধরনের কর্মসংস্থান চাইছেন ? তা জানতেই গত বছর , অর্থাৎ ২০২২ সালের শেষের দিকে একটি সমীক্ষা চালিয়েছিল সেন্টার ফর দ্যা স্টাডি অফ সোসাইটিসের লোকনীতি প্রোগ্রাম বিভাগ । আর এই ‘২৩ সালের মাঝামাঝি সময়ে সমীক্ষা টি প্রকাশ্যে এসেছে। মূলত ১৫ – ৩৪ বছর বয়সী মোট ৯,৩১৬ জনের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। আসলে কোভিড পরবর্তী সময়ে কর্ম সংস্থান, পড়াশোনা, লাইফস্টাইল , সামাজিক সংযোগ ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয় উক্ত সমীক্ষায়। বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছিল সমীক্ষায়। পড়াশোনার ক্ষেত্রে অতিমারি পরবর্তী সময়ে তরুণ প্রজন্ম বেশি গুরুত্ব দিচ্ছে কলা বিভাগে। কর্ম সংস্থানের ক্ষেত্রে ২৩% তরুণ স্ব নির্ভরতাকে বেছে নিয়েছেন। ২৬% ডাক্তারি এবং ইন্জিনিয়ারিং এর প্রতি ঝুঁকেছে। কিন্তু সবথেকে চমকপ্রদ হচ্ছে আগের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি তরুণ সরকারি চাকরির প্রতি ঝুঁকেছে ।
