কাজী নজরুল ইসলামের জন্মস্থান কে আদর্শ গ্রামে রূপান্তর করতে রানু ছায়া মঞ্চে সমাবেশ

নিউজ ডেস্ক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম স্থান চুরুলিয়া এখনো অবহেলিত। চুরুলিয়া কে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার দাবিতে ২৫ শে মে কলকাতা রবীন্দ্রসদনের রানু ছায়া মুক্ত মঞ্চে এক সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নজরুল জন্মোৎসব কমিটি আহ্বায়ক ও নলেজ সিটির রূপকার ড়ঃ আবদুর রব। তিনি জানান অবিলম্বে চুরুলিয়া কে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে হবে। সরকার এদিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন ।

তাহলে আগামী দিনে এই ঐতিহাসিক স্থানটি ভালো পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। কল্যানী কাজী , নজরুল বিশ্ববিদ্যালয় এ বিষয়ে চেস্টা করছে তবে সরকার কে এগিয়ে আসতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন দেবব্রত দে, কেশব রঞ্জন, অনিরুদ্ধ ব্যানার্জি,কবি কল্যাণ পাল সহ অন্যান্যরা |১৩ টি সাংস্কৃতিক সংগঠন ও অসংখ্য কবি অনুগামীরা এদিন উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )