কলকাতার কলেজস্ট্রিটে স্যান্টাক্লজ
সন্দীপন মান্না : দেখতে দেখতে চলে এল নতুন বছর 2024 | এই নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১লা জানুয়ারি কলেজ স্ট্রিটে দেখা মিলল স্যান্টাক্লাজের ৷ রক্তদান মহৎ দান ৷ রক্তের নেই কোনো বিকল্প | একজন মানুষই পারে রক্তের বিনিময়ে অন্য মানুষের প্রান বাঁচাতে ৷ এই মহৎ উদ্দেশ্য কে পাথেয় করে আগামী ৯ই জানুয়ারী পদ্মশ্রী শৈলেন মান্নার জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে কফি হাউস সোস্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা কফিহাউসে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে ১ দিনের জন্য ‘হদেয় থেকে রক্তদান’ যা শুরু হবে সকাল ৯ টা থেকে ৷ এই মহোৎসব রক্তদানের বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে কলকাতা কফিহাউসে ও কলেজস্ট্রীটের রাস্তায় দেখতে পাওয়া গেল স্যান্টাক্লজ কে ৷


CATEGORIES সোস্যাল