কলকাতায় ভোটের আগে প্রচুর বে- আইনি বিলাতী মদ বাজেয়াপ্ত

কলকাতায় ভোটের আগে প্রচুর বে- আইনি বিলাতী মদ বাজেয়াপ্ত

সন্দীপন মান্না: ভোটের আগে বে আইনি প্রচুর বিলাতী মদ কলকাতায় বাজেয়াপ্ত হল | পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের কলকাতা দক্ষিণ জেলার কালেক্টর তন্ময় বিশ্বাসের নেতৃত্বে , জেলার দুই আধিকারিক অজিত কুমার কোলে ও সুমিত বক্সির তত্ত্বাবধানে গত ২৮ শে মে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে খিদিরপুর বাজারের একটি গুদাম থেকে প্রচুর বিদেশী মদ বাজেয়াপ্ত করা হয় ,যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা |

এরপর সাংবাদিক দের মুখোমুখি হয়ে কালেক্টর তন্ময় বিশ্বাস ও দুই আধিকারিক অজিত কুমার কোলে , সুমিত বক্সী জানান কে বা কারা , কোন উদ্দেশ্যে ভোটের আগে এই মদ মজুদ করেছিল তার অনুসন্ধান চলছে তবে এই কেস কানেকশনে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায় নি |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )